উত্তরদিনাজপুর

পুকুরে মাছ ধরতে গিয়ে বাজ পরে মৃত্যু হলো ৪ জনের

পুকুরে মাছ ধরতে গিয়ে  বাজ পরে মৃত্যু হলো ৪ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বরুয়া গ্রাম পঞ্চায়েতের অধিন  নারায়নপুর গ্রামে। বিষটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার সারা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছিল, তারি মধ্যে এদিন  দুপুরে এলাকার একটি পুকুরে মাছ ধরার সময় বাজ পরে মৃত্যু হল পুকুরের মালিক আনোয়ার হোসেন বয়স ৩০ বছর, বছর ১৬ র সালাম মহম্মদ,বছর ১৬ র  তসিবুর রহমান ও বছর ২৫ শের ঢেবরু টুডুর।  জানাজায় দুপুরে একটু বৃষ্টি কম হওয়ার কারনে নারায়নপুর গ্রামেরই বাসিন্দা আনোয়ার হোসেন এর পুকুরে মাছ ধরতে বসেন ওই এলাকারই বাসিন্দারা।  জলের মধ্যে নেমে তারা জাল দিয়ে মাছ ধরছিলো, সে সময়ই তাদের ওপর বাজ পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চারজনের। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে ।পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থলে  আসে এবং মৃতদেহগুলি উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য  পাঠায় ।এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।